logo ২৪ এপ্রিল ২০২৫
১৩৭ বছরে এই প্রথম বেরোলা না দ্য হিন্দু
ঢাকাটাইমস ডেস্ক
০৩ ডিসেম্বর, ২০১৫ ২০:১১:৪৭
image

ঢাকা: ভারতের সবচেয়ে পুরনো সংবাদপত্রগুলোর একটি ‘দ্য হিন্দু’ তার ১৩৭ বছরের ইতিহাসে গতকাল প্রথমবারের মতো প্রকাশিত হয়নি। বৃষ্টি আর বন্যার পানিতে চেন্নাই নগরী ডুবে যাওয়ায়  ছাপানো যায়নি পত্রিকাটি।


পত্রিকাটির প্রকাশক এন মুরলি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দ্য হিন্দুর ইতিহাসে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটেছে। চেন্নাই শহরে দ্য হিন্দুর যে প্রিন্টিং প্ল্যান্ট, বন্যার কারণে সেখানে ঢুকতে পারেননি কর্মীরা। ফলে পত্রিকার প্রকাশনায় ছেদ পড়ে।


তবে ১৮৭৮ সাল থেকে নিয়মিত প্রকাশিত দ্য হিন্দু পত্রিকাটি গতকাল ছাপা না হলেও একই শহর থেকে প্রকাশিত অন্য নামকরা ভারতীয় পত্রিকা ‘টাইম অব ইন্ডিয়া’, ‘ডেকান ক্রনিকল’ এবং ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ প্রকাশিত হয়েছে।


বৃষ্টি আর বন্যার পানিতে এখন চেন্নাই শহরের রাস্তাঘাট থেকে শুরু করে বিমানবন্দরের রানওয়ে্- সব পানিতে ডুবে আছে। বিমানবন্দর থেকে সব ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। গত ১৭ দিন ধরে শহরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।


(ঢাকাটাইমস/৩ডিসেম্বর/মোআ)