logo ২৫ এপ্রিল ২০২৫
খুলনার দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলীর ইন্তেকাল
খুলনা প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ নভেম্বর, ২০১৫ ০৯:১১:০৪
image

খুলনা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলী আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।


শনিবার দুপুর ১২টায় তিনি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


বিগত কয়েকদিন ধরে আলহাজ্ব লিয়াকত আলী জ্বরে আক্রান্ত ছিলেন। লিয়াকত আলী ও বেগম ফেরদৌসী আলী দম্পতির এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে।


রবিবার সকালে লিয়াকত আলীর মরদেহ খুলনা এসে পৌঁছলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। আমেরিকায় প্রবাসী মরহুমের একমাত্র ছেলে মোহাম্মদ আলী সনিসহ মেয়ে ও অন্যান্য আত্মীয়-স্বজন দেশে আসার পর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।


(ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/এলএ)