সন্ধ্যায় বসছে পূর্বপশ্চিমের মিলন মেলা
ঢাকাটাইমস ডেস্ক
২৪ নভেম্বর, ২০১৫ ১২:১৬:২৪
ঢাকা: সাংবাদিক পীর হাবিবুর রহমান সম্পাদিত অনলাইন নিউজপোর্টাল পূর্বপশ্চিমবিডিডটকমের উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীতে বসছে সাহিত্যিক-সাংবাদিক-অতিথিসহ শিল্পী ও বিশিষ্টজনদের মিলন মেলা।
সন্ধ্যায় রাজধানীর গুলশানের অল কমিউনিটি ক্লাবে বসছে এই মিলনমেলা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেই পোর্টালটি উন্মোচন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় বাংলা সিনেমার জীবন্ত কিংবদন্তি অভিনেতা ও আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায় এবং দুই বাংলার জনপ্রিয় কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ও পূর্বপশ্চিম ক্রিয়েটিভস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সারওয়ার রহমান প্রিন্সসহ পুর্বপশ্চিম পরিবারের সদস্যরা।
কথা, কবিতা, গান আর আড্ডায় সাজানো অনুষ্ঠানে থাকবেন রোকেয়া প্রাচী ও শিমুল মুস্তাফার আবৃত্তি। থাকছে সেলিম চৌধুরী ও তুলিকা ঘোষ চৌধুরীর কণ্ঠে হাসন রাজা-রাধারমনের গান।
(ঢাকাটাইমস/২৪নভেম্বর/টিএ/এআর/ ঘ.)