logo ২৫ এপ্রিল ২০২৫
ডিআরইউ “বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড” আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০:২৬
image

ঢাকা: আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘বেস্ট রিপোর্টিং এ্যাওয়ার্ড ২০১৫’ প্রদান করা হবে।


বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ হলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।


এসময় আরও উপস্থিত থাকবেন- আয়োজক সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনসহ অন্য নেতারা।


পেশাগত কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছরের মতো এবারও বিভিন্ন বিষয়ে সেরা রিপোর্টিংয়ের জন্য ডিআরইউ সদস্যদের এ অ্যাওয়ার্ড প্রদান করবে। রাষ্ট্রপতি, স্পিকার ও বিভিন্ন মন্ত্রণালয় এবারের পুরস্কারের আর্থিক সহায়তা করেছেন বলে ডিআরইউ সূত্র জানিয়েছে।


(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এমআর)