বিএফইউজে'র দ্বি বার্ষিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ নভেম্বর, ২০১৫ ১৬:১৭:০৯

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-একাংশ) দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকাসহ বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা অংশ নেন।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাংবাদিকেরা দেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামসহ বিভিন্ন আন্দোলনে তাদের লেখনির মাধ্যমে সহযোগিতা করে আসছেন। দেশের অগ্রগতি উন্নয়নের সংবাদ পরিবেশন করেও বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন জাতীয় সংসদে ইতিমধ্যে পাস হয়েছে, আশা করি শিগগিরই কল্যাণ ট্রাস্টের কার্যক্রম শুরু হবে। সাংবাদিকদের আবাসনসহ অন্যান্য দাবিসমূহ বাস্তবায়নেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিএফইউজে'র সভাপতি মনজুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেনন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে-একাংশ) ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি এজাজ ইউসুফ, বিএফইউজের সদস্য সচিব আব্দুল জলিল ভূইয়া প্রমুখ।
(ঢাকাটাইমস/১৩নভেম্বর/জেবি)