logo ২৫ এপ্রিল ২০২৫
মিডিয়া সেল চালুর উদ্যোগ চসিকের!
ইব্রাহিম খলিল, ঢাকাটাইমস
০৪ নভেম্বর, ২০১৫ ২২:২৯:৪৮
image


ব্যুরো চিফ, চট্টগ্রাম : সংবাদ মাধ্যমে কথা বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। কথা বলার জন্য মিডিয়া সেল চালুর উদ্যোগ নেওয়ার আদেশও দেওয়া হয়। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পঞ্চম পরিষদের চতুর্থ সাধারণ সভায় কর্মকর্তা-কর্মচারীদের এই নির্দেশ দেন মেয়র আ. জ. ম নাছির উদ্দিন।

মিডিয়ায় কথা বলা ও তথ্য সরবরাহের জন্য চসিকে আলাদা মিডিয়া সেল খোলার উদ্যোগের সত্যতা স্বীকার করে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শফিউল আলম ঢাকাটাইমসকে বলেন, শীঘ্রই এ সংক্রান্ত দাপ্তরিক চিঠি ইস্যু করা হবে।

প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন থেকে মিডিয়ায় যে কেউ তথ্য দিবে না। তথ্য সরবরাহের জন্য নির্দিষ্ট মিডিয়া সেল খোলা হচ্ছে। এই সেল থেকেই সংবাদ মাধ্যমের কর্মীরা তথ্য সংগ্রহ করবেন। এ বিষয়ে আমরা আপনাদের (সংবাদ মাধ্যমের) সহযোগিতা চাচ্ছি।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অতীতে কোন সময় মিডিয়া সেল ছিল না। এদিকে কর্পোরেশনে বর্তমানে গণসংযোগ শাখা থাকা সত্ত্বেও নতুন করে মিডিয়া সেলর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন সংবাদকর্মীরা।

কেউ কেউ বিষয়টিকে মেয়র আ. জ. ম নাছিরের মিডিয়া ভীতি! বলেও প্রশ্ন তোলেন।

(ঢাকাটাইমস/ ০৪নভেম্বর/ আইখ/এআর/ঘ.)