logo ২৫ এপ্রিল ২০২৫
ডিআরইউ গঠনতন্ত্রে সংশোধনী প্রস্তাব করতে পারবেন সদস্যরা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩১ অক্টোবর, ২০১৫ ১৭:১৮:৫৬
image

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যেকোনো সদস্য সংগঠনের স্বার্থে গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব করতে পারবেন। প্রস্তাব আগামী ১২ নভেম্বরের মধ্যে লিখিতভাবে ডিআরইউ কার্যালয়ে জমা দিতে হবে।


আজ শনিবার বিকালে ডিআরইউর সাংগঠনিক সম্পাদক রিয়াজ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) যেকোনো সদস্য সংগঠনের স্বার্থে গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাব করতে পারেন। গঠনতন্ত্রের ১৯ (ক) ধারা অনুযায়ী, গঠনতন্ত্রের সংশোধনীর জন্য আনীত প্রস্তাব বার্ষিক সাধারণ সভার ১৫ দিন আগে কার্যনির্বাহী কমিটির কাছে জমা দিতে হয়। সে অনুযায়ী বর্তমান গঠনতন্ত্রের কোনো সংশোধনী প্রস্তাব থাকলে আগামী ১২ নভেম্বরের মধ্যে লিখিতভাবে ডিআরইউ কার্যালয়ে জমা দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সদস্যদের সুবিধার জন্য বর্তমান গঠনতন্ত্রের একটি কপি চিঠির সঙ্গে সদস্যদের কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে সব সদস্যের মতামত চাওয়া হয়েছে।


(ঢাকাটাইমস/৩১অক্টোবর/এইচআর/জেবি)