ঢাকা: সাংবাদিকদের জন্য নতুন বেতন কাঠামো ও নববর্ষ বোনাস
ঘোষনার দাবি জানিয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে।
বৃহস্পতিবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিএফইউজে’র জাতীয় নির্বাহী পরিষদের সভায় এ ব্যাপারে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গৃহীত প্রস্তাবে সরকারী কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ও নববর্ষ বোনাস ঘোষণার সরকারী সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।
যেহেতু গণমাধ্যম কর্মীরা একই রাষ্ট্র কাঠামো ও একই বাজার ব্যবস্থার মধ্যেই বসবাস করেন সে জন্য অবিলম্বে গণমাধ্যম কর্মীদের জন্য নবম বেতন বোর্ড রোয়েদাদ এবং এই রোয়েদাদ ঘোষণা পর্যন্ত অন্তবর্তী মহার্ঘ্য ভাতা ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয় বিএফইউজের সভায়।
নতুন রোয়েদাদ যাতে ইলেকট্রনিক গণমাধ্যমকর্মীদের জন্যও কার্যকর করা যায় সে জন্য ইলেকট্রনিক মাধ্যমের জন্য অবিলম্বে পৃথক বেতন কাঠামো ঘোষণার দাবি জানানো হয়।
সভায় আগামী ১লা বৈশাখেই যাতে গণমাধ্যম কর্মীরা নববর্ষ বোনাস পেতে পারেন সে বিষয়টি নিশ্চিত করার জন্য গণমাধ্যমের মালিকদের প্রতি আহবান জানানো হয়।
জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে নির্বাহী কমিটির সভায় এসকল প্রস্তাব গৃহীত হয়। সকল সংবাদপত্রে ৮ম ওয়েজ বোর্ড রোয়েদাদ কার্যকর করার দাবি জানিয়ে সভায় যে সকল সংবাদপত্রে ৮ম ওয়েজ বোর্ড রোয়েদাদ কার্যকর করা হয়নি, বিভিন্ন সরকারি কমিটি থেকে সে সকল সংবাদপত্রের মালিক সম্পাদককে প্রত্যাহার করার পাশাপাশি সে সকল সংবাদপত্রে ক্রোড়পত্র বন্ধ, এক্রিডিটেশন কার্ড বাতিলসহ সকল সরকারি সুযোগ সুবিধা বন্ধের দাবি জানান হয়।
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিক- কর্মচারি ছাটাই বন্ধ করার দাবি জানান হয়। নিয়মিত বেতন-ভাতা পরিশোধসহ বকেয়া সকল পাওনা পরিশোধের দাবি জানানো হয় ।
সভায় বিভিন্ন অঙ্গ ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক ছাটাই, কম বেতন নির্ধারণসহ বকেয়া বেতন ভাতা পরিশোধের বিষয়ে কোন কোন প্রতিষ্ঠানে সুবিধাভোগী কতিপয় সাংবাদিক কর্মচারিরাই সাংবাদিক কর্মচারিদের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। প্রতিষ্ঠানভিত্তিক এই সকল দালালদের চহিৃত করার পাশাপাশি তাদের অবাঞ্চিত ঘোষণার বিষয়েও সভায় সিদ্ধান্ত নেযা হয় ।
সভায় আবারও সাগর-রূনিসহ সকল সংবাদিক হত্যাকান্ডের বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। সভায় প্রেস কাউন্সিল আইন সংশোধনসহ , গণমাধ্যম কর্মীদের ১৯৭৪ সালের আইনটি আধুনিকায়ন করে সংসদে পাস করার দাবি জানান হয় ।
সভায় সিদ্ধান্ত হয় : বিএফইউজে নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে
আগামী ২৮শে নভেম্বর । এর আগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর।সভায় সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল। মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া সাংগঠনিক রিপোর্ট পেশ করেন ।
আলোচনায় অংশ নেন ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ,
কক্সবাজার, যশোর সাংবাদিক ইউনিয়নের নেতারা। নির্বাচন পরিচালনার জন্য সিনিয়র সাংবাদিক আবু তাহেরকে প্রধান নির্বাচন কমিশনার করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে । অঙ্গ সংগঠনগুলোকে আগামী ২৫শে অক্টোবরের মধ্যে ভোটার তালিকা, কাউন্সিলর তালিকা ও গঠণতন্ত্র সংশোধন প্রস্তাব মহাসচিবের কাছে পাঠাতে হবে।
ঢাকাটাইমস/২২ অক্টোবর/এইচআর/এআর/ ঘ.)