ঢাকা: ২৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে পেপসি ঢাকা রিপোর্টার্স ইউনিটি আন্তঃহাউজ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে পেপসি-ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৫ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
ডিআরইউ সভাপতি শখাওয়াত হোসেন বাদশা বলেন, ক্রিকেট দেশের একটি জনপ্রিয় খেলা। আন্তর্জাতিক পর্যায়েও ক্রিকেট বাংলাদেশের সুনাম বয়ে এনেছে। আর সারাদেশে ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য সংবাদ সমাজসহ ডিআরইউও অবদান রয়েছে।
ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী খোকন বলেন, ‘এবার ৪০টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। মোট ৮টি গ্রুপে বিভক্ত হয়ে ৪০ দল খেলবে। গ্রুপ, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল অনুসারে টুর্নামেন্টের খেলা পরিচালিত হবে।’
সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়। অনলাইন নিউজ পোর্টাল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্যদলগুলো হল দৈনিক আমাদের সময়, ইনকিলাব, সকালের খবর ও এনটিভি। ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের প্রথম খেলা দৈনিক আমাদের সময়ের সাথে।টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ট্রান্সকম বেভারেজের নির্বাহী পরিচালক খুরশিদ ইরফান চৌধুরী, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কহিনুর, ডিআরইউ’র সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম আজাদ, পেপসির মার্কেট ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আরিফ হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/২০অক্টোবর/টিএ)