পাঠকের ভালোবাসায় এগিয়ে যাচ্ছে ঢাকাটাইমস
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ অক্টোবর, ২০১৫ ০৯:১০:৫৪

ঢাকা: ঢাকা টাইমসের ফেসবুক পেজ হ্যাক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাময়িক নেতিবাচক প্রভাব পড়লেও পাঠকদের অকুণ্ঠ ভালোবাসায় কাটিয়ে উঠছে তা। চার লাখ লাইকের আগের ফেসবুক পেজটি হ্যাক হয়ে যাওয়ার পর নতুন খোলা পেজটি আবার জনপ্রিয় হয়েছে পাঠকদের কাছে। তিন মাসেই এতে লাইক পড়েছে দুই লাখের বেশি।
নতুন পেজ খোলার পর যে হারে লাইক পড়েছে এখন তা পড়ছে আরও বেশি। প্রতি সপ্তাহে এখন লাইক বাড়ছে ১০ হাজারেরও বেশি।
অনেক বাধা পেরিয়ে সঙ্গে থাকায় সকল বন্ধু ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালবাসা।
পোর্টালটির আগের পেজটি গত ২৬ জনু একটি দৃর্বৃত্ত চক্র হ্যাক করে। তখন এই নিউজ পোর্টালটির লাইক ছিল চার লাখ ৪২ হাজার ৭৭৯টি। এরপর নতুন এই পেজটি খোলা হয়।
যদিও এই সাফল্যে ঈর্শ্বান্বিত হয়ে বার বার গতিপথ রোধ করতে চেয়েছে স্বার্থান্বেষী মহল। কয়েকবার হ্যাক করা ফেসবুক পেজটি আবারও হ্যাক করার হুমকিও দেয়া হয়েছে।
পাঠকের ভালবাসা, অকুণ্ঠ সমর্থন, পছন্দ, সংবাদের বস্তুনিষ্ঠতা ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে আপসহীন ভূমিকা পালন করে যাচ্ছে নিউজ পোর্টালটি। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এমন প্রতিশ্রুতিই পাঠককে দিচ্ছে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম।
(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এমএম/ডব্লিউবি)