logo ২৬ এপ্রিল ২০২৫
নগ্ন নারীর ছবি ছাপাবে না “প্লেবয়”
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
১৩ অক্টোবর, ২০১৫ ১২:১৩:৩৬
image


ঢাকা: এখন থেকে প্রচ্ছদে আর কোনো নগ্ন নারীর ছবি ছাপানো হবে না বলে জানিয়ে দিয়েছে বিশ্বখ্যাত ‘প্লেবয়’ ম্যাগাজিন।

অনলাইনে দেয়া ঘোষণা বলা হয়েছে, ১৯৭০ সালের তুলনায় বর্তমানে প্লেবয় ম্যাগাজিনের বিক্রি কমেছে পাঁচ লাখ ৬০ হাজার কপি। বর্তমানে এর সার্কুলেশন আট লাখ কপি।

যদিও সাময়িকীটি বলছে, তারা নারীদের আবেদনময়ী ছবি ছাপাবে তবে এটি কোনো অবস্থাতেই সম্পূর্ণ নগ্ন নয়। গতমাসে প্লেবয় ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা এবং বর্তমান প্রধান সম্পাদক হুগো হেফনারের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

হঠাৎ ব্যবসায়িক কৌশল পরিবর্তন করলো মার্কিন মালিকানাধীন খোলামেলা এবং পর্নগ্রাফিক ধাঁচের সাময়িকী ‘প্লেবয়’। ১৯৫৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এই প্রথমবার ব্যবসায়িক কৌশলে এতো বড় পরিবর্তন আনলো বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির নির্বাহীরা।

এরইমধ্যে অশ্লীলতার কারণে ফেসবুক এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ‘প্লেবয়’ ম্যাগাজিনের ওয়েবসাইট ব্লক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/জেএস)