বাকৃবিতে সংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা
বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
০৯ অক্টোবর, ২০১৫ ১৫:৩৮:২৪

বাকৃবি (ময়মনসিংহ): সাংবাদিকতার ওপর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের সুযোগ না থাকলেও প্রতিনিয়ত কৃষির অগ্রযাত্রায় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অবদান, কৃষির আধুনিকায়নসহ কৃষির নতুন নতুন উদ্ভাবন বিশ্ব দরবারে তুলে ধরে আসছেন বিভিন্ন দৈনিকে কর্মরত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা। তবে সাংবাদিকদের দায়বোধ, বিবেক ও জবাবদিহিতাকে আরও শক্তিশালী করতে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এমন গুরুত্ব অনুধাবন করে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ও বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সাত দিনব্যাপী “এগ্রিকালচার, ইনভাইরোমেন্ট অ্যান্ড বিজিনেস রিপোটিং” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কৃষি সাংবাদিকতার গুরুত্ব, গ্রামীণ পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ, বিশ্ব উষ্ণতা, জলবায়ুর পরিবর্তন, কৃষির ওপর জলবায়ুর প্রভাব, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, বিজিনেস রিপোর্টিং ইত্যাদি বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
আজ শুক্রবার বেলা ১০টার দিকে জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. এম. মোজহার আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, প্রক্টর ড.এ.কে.এম জাকির হোসেন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান প্রদীপ কুমার পান্ডে, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার আশরাফ-উল-আলম, সার্ক কৃষি সেন্টারের সিনিয়র টেকনিক্যাল অফিসার কৃষিবিদ নিয়াজ পাশা, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার গোলাম ইফতেখার মাহমুদ,দৈনিক বণিক বার্তার স্টাফ রিপোর্টার শাহনূর শহীদ শাহীন।
(ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/জেবি)