১৭ বছরে চ্যানেল আই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ অক্টোবর, ২০১৫ ১০:৫৩:৩৪
ঢাকা: চ্যানেল আই পথচলার ১৬ বছর পূর্ণ করে ১৭ বছরে পদার্পণ করল আজ ১ অক্টোবর। ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আইয়ের।
১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আই-এর। ‘হৃদয়ে বাংলাদেশ’ চেতনা নিয়ে পথ চলার সতের বছরে সৃজনশীলতা ও গৌরবের প্রশ্নে অনন্য পরিচয় নিয়ে দাঁড়িয়েছে চ্যানেল আই।
চ্যানেল আই ১৭ বছরে পদার্পণ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং তথ্যমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। দেশের সব জাতীয় দৈনিক ও স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়েছে বিশেষ ক্রোড়পত্র।
১৭ বছরে পদার্পণ উপলক্ষে থাকছে দেশজুড়ে জমকালো বিভিন্ন অনুষ্ঠান আয়োজন। গত রাত ১২টা ১ মিনিটে নিজস্ব ভবনে কেক কেটে উদযাপন করা হয় চ্যানেল আইয়ের ১৭তম জন্মদিনের প্রথম প্রহর।
(ঢাকাটাইমস/১অক্টোবর/জেবি)