আতাউস সামাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী শনিবার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ সেপ্টেম্বর, ২০১৫ ১৩:৫৯:১২

ঢাকা: প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার পালিত হচ্ছে। এ উপলক্ষে তার কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভার কর্মসূচি রয়েছে।
আজ সকাল ৮টায় আজিমপুর কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী, ভক্ত ও আতাউস সামাদ স্মৃতি পরিষদ নেতারা। আতাউস সামাদের জন্ম ময়মনসিংহে ১৯৩৭ সালের ১৬ নভেম্বর। তিনি ২০১২ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সত্যেরদবিরায়।
১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্বেবিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ সাংবাদিক জীবনে তিনি নিবন্ধ, প্রবন্ধ ও কলাম লিখেছেন। তিনি পাকিস্তানের দৈনিক মুসলিম, কুয়েতের দৈনিক অ্যারাব টাইমস, লন্ডনের সাউথ ম্যাগাজিন ও খ্রিশ্চিয়ান সায়েন্স মনিটর, এদেশের সাপ্তাহিক যায়যায়দিন, হলিডে, সমকাল, প্রথম আলো, কালের কণ্ঠ, আমার দেশসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লিখেছেন। তার লেখা একমাত্র গ্রন্থ “এ কালের বয়ান” সবকালের বয়ান হিসেবেই পাঠকের কাছে সমাদৃত।
বিবিসিখ্যাত এই সাংবাদিক সাপ্তাহিক 'এখন'-এর সম্পাদক ও প্রকাশক ছিলেন। সাংবাদিকতার ক্ষেত্রে অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯২ সালে একুশে পদকে ভূষিত হন।
(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/জেবি)