জাতীয় প্রেসক্লাব থেকে তিন সাংবাদিক আটক!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৫ ১২:৩৫:৫৫
ঢাকা: জাতীয় প্রেসক্লাবের গেটের সামনে থেকে আজ শুক্রবার সকালে বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলার সময় তিন জন সাংবাদিককে আটক করেছে পুলিশ।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের এজিএম-এ যোগ দিতে আসার পর পুলিশ তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় বলে জানা গেছে।
আটক হওয়া সাংবাদিকদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম লিয়াকত হোসেন।
শুক্রবার সকাল থেকে দুই গ্রুপের পৃথক সাধারণ সভা চলছে। বিএনপিপন্থী অংশের সাধারণ সভা জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে ও জামায়াত অংশের সাধারণ সভা প্রেস ক্লাবের বাইরে পশ্চিম পাশে অনুষ্ঠিত হচ্ছে।
জামায়াতপন্থীদের সভার আশপাশে বিপুলসংখ্যক শিবিরকর্মী অবস্থান নেয় বলে দাবি করে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সেখান থেকে ওই চারজনকে আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ওসি বলেন, ভুয়া সাংবাদিক সন্দেহে তাদের আটক করা হয়েছে।
তবে আটক ব্যক্তিদের পরচিয় জানতে চাইলে ওসি তাদের নাম প্রকাশ করেননি। তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(ঢাকাটাইমস/ ১৮ সেপ্টেম্বর /এআর/ ঘ.)