নঈম নিজামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:২৪:২৪
নড়াইল: বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নড়াইলের একটি আদালত।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর দায়ের করা ১০ কোটি টাকার মানহানি মামলায় আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মোহাম্মদ জাকারিয়া এ পরোয়ানা জারি করেন।
২০১৪ সালের ২ এপ্রিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। আসামিরা আদালতে হাজির না হওয়ায় আজ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি)