logo ২৬ এপ্রিল ২০২৫
সংসদ টিভিকে ঢেলে সাজানোর তাগিদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকটাইমস
১৫ সেপ্টেম্বর, ২০১৫ ২১:২৭:৫৬
image

ঢাকা: সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান আরও আকর্ষণীয়, কার্যকর ও গ্রহণযোগ্য করতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে।


মঙ্গলবার সংসদ ভবনে সংসদ টিভির অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভায় এ পরামর্শ দেয়া হয়।


কমিটির আহ্বায়ক চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে সুকুমার রঞ্জন ঘোষ এমপিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।


সভায় সংসদ টেলিভিশনের জন্য অনুষ্ঠান নির্ধারণ, প্রচারকাল বৃদ্ধি, অনুষ্ঠানের গুণগতমান এবং ভাবমূর্তি বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।


সভায় সংসদ টেলিভিশনে প্রচারের জন্য সম্ভাব্য অনুষ্ঠানমালার বিষয়ে প্রস্তাব আহ্বান করে সংসদ- সদস্যদের প্রতি চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।


সভায় বিভন্ন মন্ত্রণালয় অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি, নীতিমালা ও পদক্ষেপ সম্পর্কিত প্রচারণা চালানো এবং সংসদ সসদস্যদের জীবনযাত্রা ও কার্যক্রমের ওপর বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করার ওপর গুরুত্বারোপ করা হয়।


সভায় জনপ্রত্যাশ্যার প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন সংসদীয় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা এবং উন্নয়নে জনপ্রতিধিদের ভূমিকা, দায়িত্ব তাদের ব্যক্তিগত জীবনের বিশেষ দিকগুলো জনগণের কাছে তুলে ধরারও পরামর্শ দেয়া হয়।


সভায় সংসদ টেলিভিশনের অনুষ্ঠানকে আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি করতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/জেবি)