রংপুর সাংবাদিক সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক বিপু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ সেপ্টেম্বর, ২০১৫ ২২:০২:২৯

ঢাকা: রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। এতে এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি কেরামত উল্লাহ বিপ্লব সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং গাজী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার গাউসুল আজম বিপু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
রাজধানীর আব্দুল গণি রোডের বিদ্যুৎ ভবনে শুক্রবার বিকালে ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত দুইজন হলেন তোফাজ্জল হোসেন ও জহুরুল ইসলাম টুকু। দুই যুগ্ম-সম্পাদক হলেন ফিরোজ চৌধুরী ও মতলু মল্লিক।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাতেন বিপ্লব, প্রচার-প্রকাশনা সম্পাদক দেলায়ার হোসেন, দপ্তর সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন, ক্রীড়া বিষয়ক পদে মিসবাহ উল হক এবং সাংস্কৃতিক সম্পাদক পদে এম ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।
মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে নির্বাচিত হয়েছেন লাবনী গুহ। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আমিরুল মোমিনিন সাগর, এস টি শাহীন, ওয়ারেছুন্নবী খন্দকার ও জহিরুল ইসলাম।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান। সদস্য ছিলেন শাহীনুর ইসলাম শানু, সামসুজ্জোহা ও এমএম মাসুদ।
এর আগে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২৫৩ ভোটারের মধ্যে ১৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/জেবি)