logo ২৬ এপ্রিল ২০২৫
মিশরে ক্ষমা পেলেন আল জাজিরার দুই সাংবাদিক
ঢাকাটাইমস ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০১৫ ২১:৩০:৪৩
image

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে মিশরের কারাগারে দণ্ডভোগরত আল জাজিরার দুই সাংবাদিক ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ সিসি।


দুই সাংবাদিক হলেন মোহাম্মদ ফাহমি ও বাহের মোহাম্মদ।


মিশরের প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র আলা ইউসেফ জানিয়েছেন, এই দুই সাংবাদিকসহ ঈদ উপলক্ষে প্রেসিডেন্ট একশ বন্দীকে ক্ষমা করেছেন।


গত আগস্ট মাসে কানাডীয় নাগরিক ফাহমি, মিশরীয় মোহাম্মদ এবং অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্টকে “সন্ত্রাসী” সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেয় মিশরের একটি আদালত। তবে আগেই জামিনে মুক্তি পাওয়ায় গ্রেস্টের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করে আদালত।


মিশরের প্রেসিডেন্ট মুরসির ক্ষমতাচ্যুতির পর সামরিক শাসনবিরোধী গণআন্দোলনের সময় দায়িত্বপালনরত অবস্থায় গ্রেপ্তার হন এই সাংবাদিকরা। ২০১৪ সালে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। একই অভিযোগে আল জাজিরার আরও ছয় সাংবাদিককে তাদের অনুপস্থিতিতে দশ বছরের সাজা দেয় মিশরের আদালত।


(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেবি)