logo ২৬ এপ্রিল ২০২৫
টাইমস অব ইন্ডিয়ার সম্পাদক সুমিত সেন পরলোকে
ঢাকাটাইমস ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০১৫ ১১:১৬:৫৮
image

ঢাকা: ভারতের প্রখ্যাত টাইমস অব ইন্ডিয়া পত্রিকার কলকাতা সংস্করণের সম্পাদক সুমিত সেন পরলোক গমন করেছেন। রবিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


গত নয় মাস ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন সুমিত সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।


সুমিত সেন কর্মজীবন শুরু করেছিলেন ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় অপরাধ বিষয়ক প্রতিবেদক হিসেবে। তিনি হিন্দুস্তান টাইমস পত্রিকায়ও সাংবাদিকতা করেছেন। ২০০৩ সালে তিনি টাইমস অব ইন্ডিয়ায় যোগ দেন। পশ্চিমবঙ্গের বাম রাজনীতি ও ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিশ্লেষণমূলক লেখায় তাঁর বিশেষ পারদর্শিতা ছিল।


(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/জেবি)