logo ২৬ এপ্রিল ২০২৫
থাইল্যান্ডে নিউইয়র্ক টাইমস ছাপা বন্ধ

ঢাকাটাইমস ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০১৫ ২১:১২:২৪
image

ঢাকা: বিশ্বের অন্যতম প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসের মঙ্গলবারের সংস্করণ ছাপাতে অস্বীকৃতি জানিয়েছে থাইল্যান্ডের একটি কোম্পানি। দেশটির রাজাকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে ওই কোম্পানি অস্বীকৃতি জানায় বলে জানিয়েছে বিবিসি।


নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে রাজা ভূমিবল আদুল ইয়াদেজের মৃত্যুর পর রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়। রাজাকে নিয়ে সংবাদটি ছাপানোকে খুবই স্পর্শকাতর বিবেচনা করেছে ওই কোম্পানিটি।

থাই রাজার বয়স ৮৭ বছর এবং তার স্বাস্থ্য এখন খুবই খারাপ পর্যায়ে রয়েছে। রাজতন্ত্র নিয়ে যেকোনো বির্তক সীমিত করে থাইল্যান্ডে কঠোর আইন রয়েছে।

গত বছর সেনাবাহিনী থাইল্যান্ডের ক্ষমতা নেয়ার পর এই আইন এখন আরো কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।

এর আগে দেশটির প্রিন্স ভাজিরা লঙ্করনের ব্যক্তিগত বিষয়ে সংবাদ প্রকাশের জেরে যুক্তরাজ্যের দৈনিক ডেইলি মেইল বন্ধ করে দেয়। দেশটিতে রাজার পরিবার নিয়ে সংবাদ প্রকাশ করাকে অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে দেখা হয়ে থাকে।

এছাড়া গত সপ্তাহে দেশটিতে প্রভিট রোজানাফ্রুত নামে একজন সাংবাদিক গ্রেপ্তার করা হয়। পরে তাকে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে দুদিন জিজ্ঞাসাবাদ করা হয়।


(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেবি)