সাংবাদিক আব্দুল মতিনের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৫ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:১৩:২৮
ঢাকা: বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
আজ শুক্রবার ভোরে রাজধানীর ধানমণ্ডি ২৬ নম্বর (পুরাতন) রোডের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড মসজিদে নামাজে জানাজা শেষে তাজমহল রোড কবরস্থানে তাকে দাফন করা হয়।
আব্দুল মতিন ১৯৩৬ সালে পাবনা জেলায় জন্ম নেন। দৈনিক সংবাদে কাজ করার মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবনের শুরু হয়। এরপর দীর্ঘ কর্মজীবনে দ্য ডেইলি অবজারভারে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলে আব্দুল মতিন। এর মধ্যে তিনি অস্ট্রেলিয়ায় প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেন।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেবি)