logo ২৬ এপ্রিল ২০২৫
এএফপির দুই সাংবাদিকের ওপর ইসরাইলি সেনাদের হামলা
ঢাকাটাইমস ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০১৫ ১৪:৪৪:৫৭
image

ঢাকা: পশ্চিম তীরে বার্তা সংস্থা এএফপি’র দুই সাংবাদিকের ওপর ইসরাইলি সৈন্যদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় সৈন্যরা সাংবাদিকদের সরঞ্জাম নিয়ে ভেঙে ফেলে। শুক্রবারের এ ঘটনায় ইসরাইল এক সেনা অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।


ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেন, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অভিযানের দায়িত্বে নিয়োজিত ওই কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে সাসপেন্ড করা হয়েছে হয়েছে।


লার্নার বলেন, ওই কর্মকর্তা অথবা এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সৈন্যদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে তদন্ত চলছে।


ইসরাইলি সেনাবাহিনীর এই মুখপাত্র আরও জানান, ইসরাইলি সেনাবাহিনী একে একটি ‘অত্যন্ত গুরুতর’ ঘটনা হিসেবেই দেখছে।


শনিবার রাতে লার্নার বলেন, ‘এই ঘটনা থেকে ইসরাইলি সেনাবাহিনী শিক্ষা গ্রহণ করবে।’


এএফপির খবরে বলা হয়, নাবলুসের কাছে বিত ফুরিকে একটি শেষকৃত্য অনুষ্ঠানের পর ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি সৈন্যদের সংঘর্ষ ঘটে। এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে এএফপি’র সাংবাদিক আন্দ্রিয়া বার্নার্দি ও আব্বাস মোমানির ওপর সৈন্যরা হামলা চালায়।


বার্নার্দি ইতালির নাগরিক ও আব্বাস ফিলিস্তিনের নাগরিক। বার্নার্দি ভিডিও সাংবাদিক ও মোমানি ফটো সাংবাদিক। সৈন্যরা তাদের দিকে অস্ত্র তাক করে রাখে এবং তাদের ধাক্কা দেয়।


বার্নাদি তার পরিচয়পত্র দেখানোর আগ পর্যন্ত সৈন্যরা তাকে মাটিতে ফেলে হাঁটু দিয়ে তার বুক চেপে ধরে রাখে।


তাদের সঙ্গে সাংবাদিকতার কাজে ব্যবহৃত যেসব সরঞ্জাম ছিল শুধু সেগুলো দিয়েই নয়, তাদের পোশাকে স্পষ্টত ‘প্রেস’ শব্দটি লেখা ছিল। এছাড়াও আগে থেকেই তাদের ওই এলাকায় প্রবেশের অনুমতি ছিল।


সৈন্যরা এ সময় সাংবাদিকদের সঙ্গে থাকা একটি ভিডিও ক্যামেরা ও একটি স্টিল ক্যামেরা ভেঙে ফেলে এবং অপর একটি স্টিল ক্যামেরা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে যায়।


(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/জেবি)