logo ২৬ এপ্রিল ২০২৫
নিউ এজের সহযোগী সম্পাদক হুমায়ুন জামানের ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ সেপ্টেম্বর, ২০১৫ ১৭:৩৫:২৫
image

ঢাকা: দৈনিক নিউ এজের সহযোগী সম্পাদক হুমায়ুন জামান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।


গতকাল রবিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  


সোমবার বিকাল ৩টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে তার বাবার কবরে দাফন করা হয়। এর আগে বাদ জোহর গ্রিন কর্নার জামে মসজিদে মরহুমের জানাজা সম্পন্ন হয়।


হুমায়ুন জামান মাত্র ২২ বছর বয়সে তিনি দৈনিক সংবাদের মাধ্যমে সাংবাদিকতা পেশা শুরু করেন। তিনি বাংলাদেশ টাইমস, মর্নিং নিউজ, নিউ নেশন ও ইনডিপেন্ডেন্টসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত।


(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/জেবি)