ভারতীয় চ্যানেল দেখাবে না নেপাল
ঢাকাটাইমস ডেস্ক
২৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৮:০৫:৩১
ঢাকা: নেপালের ক্যাবল অপারেটররা সিদ্ধান্ত নিয়েছেন তারা দেশটিতে ভারতীয় কোনো চ্যানেল দেখাবেন না। নতুন সংবিধান প্রণয়নকে কেন্দ্র করে নেপালের ওপর অনানুষ্ঠানিক অবরোধ আরোপ ও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানোর অভিযোগে মঙ্গলবার তারা এই ঘোষণা দিয়েছেন।
নেপালের কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, আজ সকাল ১০টা থেকে নেপালে ভারতীয় টিভি চ্যানেলের প্রদর্শন বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার ফেডারেশন অব নেপাল কেব্ল টেলিভিশন অ্যাসোসিয়েশন সভা করে এ সিদ্ধান্ত নেয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পারাজুলি বলেন, এটি প্রতীকী। নেপালে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে তাদের ওপর চাপ আসছিল। তাই তাঁরা স্থানীয় সময় আজ সকাল ১০টা থেকে ওই সব চ্যানেল দেখানো বন্ধের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে নেপালের পোখারা, চিতোয়ান ও মহেন্দ্রনগরে ভারতীয় হিন্দি চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি নেপাল তাদের নতুন সংবিধান প্রণয়ন করেছে। এটা নিযে প্রভাবশালী প্রতিবেশী ভারতের সঙ্গে নেপালের খানিকটা তিক্ততার সৃষ্টি হয়।
(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/জেবি)