সাংবাদিক আওলাদ হোসেনের জানাজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০২ অক্টোবর, ২০১৫ ১৪:৩২:৪২
ঢাকা: বাংলাদেশের জ্যেষ্ঠ বিনোদন সাংবাদিক আওলাদ হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওলাদ হোসেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক মানবজমিনের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসাবে কর্মরত ছিলেন।
(ঢাকাটাইমস/২অক্টোবর/এমআর)