প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবে প্রীতি ক্রিকেট ম্যাচ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ অক্টোবর, ২০১৫ ২০:০৪:০২

ঢাকা: ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ। বেলা ১১টায় সভাপতি একাদশ বনাম সাধারণ সম্পাদক একাদশের মধ্যে অনুষ্ঠিত সিক্স-এ-সাইড ম্যাচটি টাই হয়।
সভাপতি একাদশ ও সাধারণ সম্পাদক একাদশে অংশ নেন মুজতবা দানিশ, এ বি এম রফিকুর রহমান, খন্দকার মঞ্জুরুল ইসলাম (দিলু খন্দকার), খালেদ হায়দার, মোস্তফা তারিক আল বান্না, খায়রুল আলম, ইন্দ্রজিৎ কুমার ঘোষ, আবদুল মান্নান, আমিনুল ইসলাম শাহীন, এ কে এম সারওয়ার হোসেন, শেলু বড়ুয়া, আতাউর রহমান, বরুন ভৌমিক নয়ন, আলী হাবিব, শরিফুল হক পাভেল, মো. মোস্তফা কামাল, কাজী বোরহান খান, এম এ বাকী, মো. সানাউল হক, কাজী এমাদ উদ্দীন জেভেল, মো. দিদারুল আলম, আসাদুজ্জামান বাবুল, আক্তার হোসেন, সোহরাব আলম, সিরাজুল ইসলাম, বেলায়েত হোসেন, মশিউর রহমান রুবেল, মো. আ. বাসেদ মিয়া, গোলাম মোস্তফা, হাসান আরেফিন, কাজী আখতারুজ্জামান নবাব প্রমুখ।
ম্যাচের আম্পায়ারের দায়িত্ব পালন করেন সৈয়দ মামুন ও রাকিব আনাম।
প্রতিযোগিতা শুরুর আগে ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইস উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জী, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সদস্য মোহাম্মদ কামরুজ্জামান, সাংবাদিক আবদুল জলিল ভূঁইয়া, নূরুন্নবী রবি, খায়রুল আলম বকুলসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ক্লাব সদস্যরা।
প্রীতি ম্যাচের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক শামসুল হক দুররানী, এম এ বাকী, আইনুল হক মুন্না ও আশরাফ আলী।
(ঢাকাটাইমস/৬অক্টোবর/জেবি)