logo ২৬ এপ্রিল ২০২৫
অটোমোবাইল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু
ঢাকাটাইমস ডেস্ক
০৫ অক্টোবর, ২০১৫ ১৮:০৬:০৬
image

ঢাকা: মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (মিয়াজাব) নামে সাংবাদিকদের নতুন একটি সংগ। রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে সংগঠনের নতুন কমিটি গঠিত হয়।


নবগঠিত কমিটির উপদেষ্টা হলেন, উদয় হাকিম ও সভাপতি ডেইলি সানের গোলাম শাহ্নী। কমিটির তিন সহ-সভাপতি হলেন, মাসুদ রুমি (কালের কণ্ঠ), এনায়েত ফেরদৌস (নিউজ টুডে) ও এম শাহজাহান (জনকণ্ঠ)।


কমিটির অন্যরা হলেন, সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক), যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল্লাহ সুমন (বিটিভি), অর্থ সম্পাদক এমএম মাসুদ (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক এমএ বাতেন বিপ্লব (এসএ টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক (চ্যানেল আই), আন্তর্জাতিক সম্পাদক ইব্রাহিম হোসেন অভি, কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (যুগান্তর), নারী উন্নয়ন সম্পাদক কাবেরী মৈত্রেয় (৭১ টিভি), ইভেন্ট সম্পাদক মাহাবুর আলম সোহাগ (জাগো নিউজ), করপোরেট এ্যাফেয়ার্স সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ), প্রচার ও প্রকাশন সম্পাদক রোকন মাহমুদ (সংবাদ), ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রহিম শেখ (জনকণ্ঠ), গবেষণা ও উন্নয়ন সম্পাদক (ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও মোবাইল ফোন) মিরাজ শাম্স (সমকাল), আসাদ জুবায়ের (মানবকণ্ঠ) ও সাদ্দাম হোসেন ইমরান (দ্য রিপোর্ট), দফতর সম্পাদক ময়নুল হাসান সোহেল (ইনকিলাব), কার্যকরী সদস্য রিশান নাসিরুল্লাহ (বাংলাভিশন), আবু আলী (আমাদের সময়), হাসানুল শাওন (এনটিভি), শাহ আলম নূর (নিউ নেশন) ও মিজানুর রহমান (অবজারভার)।


(ঢাকাটাইমস/৫অক্টোবর/জেবি)