logo ২৬ এপ্রিল ২০২৫
নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ অক্টোবর, ২০১৫ ১৬:১২:১২
image

ঢাকা: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয় রেখে সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড ঘোষণা এবং অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নের দাবি জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা। বন্ধ মিডিয়া খুলে দেয়ারও দাবি জানান তারা।


আজ রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিকরা এ দাবি জানান।


সংগঠনের একাংশের সভাপতি এলাহী নেওয়াজ খান সাজুর সভাপতিত্বে বক্তব্য দেন সৈয়দ মেসবাহ উদ্দিন আহমেদ, আমিরুল ইসলাম কাগজী, সরদার ফরিদ আহমদ, মাহফুজুর রহমান, আলিমুজ্জামান হারুন প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, অনেক গণমাধ্যমের মালিকরা অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়নের কথা বলে সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন। কিন্তু সাংবাদিকদের বেতন ঠিকমত দিচ্ছেন না। তাই যেসব গণমাধ্যম এখনও অষ্টম ওয়েজবোর্ড বাস্তবায়ন করেনি, তাদের অবিলম্বে ওয়েজবোর্ড বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি বর্তমান বাস্তবতায় সাংবাদিকদের স্বচ্ছল জীবনের জন্য নবম ওয়েজবোর্ড ঘোষণার জন্য সরকারের কাছে দাবি জানাই।


(ঢাকাটাইমস/৪অক্টোবর/জেবি)