বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি আমিরুল, সম্পাদক আনোয়ার
বোয়ালমারী প্রতিনিধি, ঢাকাটাইমস
১৪ অক্টোবর, ২০১৫ ১৮:০৫:৫১
বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মো. আমিরুল ইসলাম চৌধুরী (ভোরের পাতা) ও সাধারণ সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন (দিনকাল) নির্বাচিত হয়েছেন।
বুধবার বোয়ালমারী প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি কাজী হাসান ফিরোজ (সাপ্তাহিক চন্দনা), সহসাধারণ সম্পাদক নির্মল কুমার বিশ্বাস নয়ন (সাপ্তাহিক সময়ের ভাবনা), অর্থ সম্পাদক একেএম রেজাউল করিম (ভোরের ডাক), দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন (ফরিদপুর কণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এরশাদ সাগর (মানবজমিন, ঢাকাটাইমস২৪ডটকম), কার্যনির্বাহী সদস্য পদে মো. সেলিম রেজা লিপন (যুগান্তর), কবি নাজমুল হক নজীর (নজীর বাংলা), রাসেল আহমেদ (দ্য নিউ নেশন) ও মো. মনিরুল ইসলাম টিটো (৭১ টেলিভিশন)।
(ঢাকাটাইমস/১৪অক্টোবর/প্রতিনিধি/এসআই/জেবি)