logo ২৬ এপ্রিল ২০২৫
যমুনা-যুগান্তরের বিরুদ্ধে দুশ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ অক্টোবর, ২০১৫ ১৩:৪৫:০৭
image


ঢাকা: বেসরকারী মোবাইল ফোন অপারেট  গ্রামীণফোন সম্পর্কে মিথ্যা ও ভুল তথ্য সম্বলিত সংবাদ প্রচার এবং প্রকাশের অভিযোগে বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকার বিরুদ্ধে দুইশ কোটি টাকা ক্ষতিপূরণের দাবিতে মানহানির মামলা হয়েছে।

সোমবার ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ আদালতে গ্রামীণফোনের সিইও বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলায় যমুনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, চিফ নিউজ এডিটর ফাহিম আহমেদ, রিপোর্টার সীমা ভৌমিক ও মাসুদুজ্জামান রবিন এবং যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, প্রকাশক সালমা ইসলাম, পরিচালক এস এম আব্দুল ওয়াদুদ, রিপোর্টার মুজিব মাসুদ, মনির হোসেন ও যমুনা প্রিন্টিং প্রেসকে বিবাদী করা হয়েছে।

‘কর ফাঁকির শীর্ষে গ্রামীণফোন’ শিরোনামসহ বিভিন্ন শিরোনামে সিরিজ সংবাদ প্রকাশের অভিযোগে দুই মামলায় একশ কোটি টাকা করে দুইশ কোটি ক্ষতিপুরণ দাবি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় ‘রাজস্ব ফাঁকির শীর্ষে গ্রামীণফোন’, এরপর গত ১৭ সেপ্টেম্বর ‘সাড়ে সাত হাজার কোটি টাকা নিয়ে গেছে গ্রামীণফোন’, এরপর গত ১৮ সেপ্টেম্বর ‘রেলওয়ে টেলিকম নেটওয়ার্ক নিয়ে গ্রামীণফোনের হরিলুট’, এরপর গত ১৯ সেপ্টেম্বর ‘প্রতারণার জালে শীর্ষে গ্রামীণফোন’, এরপর গত ২০ সেপ্টেম্বর ‘সিম রিপ্লেসিমেন্টের নামে গ্রামীণফোনের কর ফাঁকি দেড় হাজার কোটি টাকাসহ বিভিন্ন শিরোনামে গ্রামীণফোনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভুল সংবাদ প্রকাশ হয়।

এছাড়া একইভাবে যমুনা টেলিভিশনেও বিভিন্ন সময় গ্রামীণফোনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভুল সংবাদ প্রকাশ হয়। যা প্রকাশের মাধ্যমে দেশ ও বিদেশে গ্রামীনফোনের মানহানি ঘটে এবং প্রতিষ্ঠানটির হাজার হাজার কোটি টাকার ব্যবসায়ীক ক্ষতি হয়।

(ঢাকাটাইমস/১৯ অক্টোবর /আরজে/ এআর/ ঘ.)