ডিআরইউর চাঁদা পরিশোধের সময় বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ অক্টোবর, ২০১৫ ১৮:৪৫:৩৬
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আগামী নভেম্বরে ডিআরইউ’র বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।
হালনাগাদ চাঁদা পরিশোধ না থাকলে স্থায়ী সদস্যদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার বিধান নেই। মাসিক ২৫ টাকা হারে বর্তমানে ডিআরইউ সদস্য চাঁদার পরিমাণ বার্ষিক ৩০০ (তিনশত) টাকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) সন্ধ্যা ৭টা পর্যন্ত ডিআরইউ কার্যালয়ে নির্ধারিত রশিদের মাধ্যমে বার্ষিক চাঁদা পরিশোধের সময় নির্ধারণ করা হয়েছিল।
তবে অনেক সদস্যের অনুরোধের পরিপ্রেক্ষিতে ডিআরইউ বার্ষিক চাঁদা পরিশোধের সময় আগামী ২০ অক্টোবর ( মঙ্গলবার ) সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
কল্যাণ ফান্ডের জন্য বার্ষিক ১০০ টাকা জমা দেয়ার নিয়ম রয়েছে। এ ছাড়াও গঠনতন্ত্রের ৫ এর ঘ (২) ধারা অনুযায়ি কোন স্থায়ী সদস্য/সহযোগী সদস্য একাদিক্রমে দুই বছর সদস্য চাঁদা পরিশোধ না করলে তার সদস্য পদ স্থগিত হয়ে যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
(ঢাকাটাইমস/১৬ অক্টোবর/এইচআর/এমএম)