ক্যাবল টিভি দর্শক ফোরামের নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ অক্টোবর, ২০১৫ ২০:০৭:৫১

ঢাকা: বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম এরফানুল হক নাহিদকে সভাপতি এবং আহমেদ সিরাজকে মহাসচিব করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে।
শনিবার রাজধানীর নিউ ইস্কাটন রোডে ফোরামের কার্যালয়ে এক সভায় নতুন কমিটি অনুমোদন দেয়া হয়।
দুই বছর মেয়াদী ২১ সদস্যর কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি আসাদুর রহমান ভূইঁয়া তপন ও এস. এম সাঈদ সুফি, যুগ্ন মহাসচিব রফিক উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, অর্থ সম্পাদক সত্যেন বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মোস্তফা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান আনিস, দপ্তর সম্পাদক তারেক সালমান, প্রাচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম রাজু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শেখ নাদিয়া এবং কার্যনির্বাহী সদস্য সলিম উল্লাহ সেলিম, আমিনুল ইসলাম বাবু, তপন চন্দ্র নাথ, সৈয়দা লাভলী লতা, মঈনুল, আনোয়ার হোসেন আলম ও রফিক ইসলাম।
এছাড়া সভায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে ঢাকা মহানগর, রাজশাহী, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, দিনাজপুর, রংপুর, মাদারীপুর, ফরিদপুর, বগুড়া, জামালপুর, নরসিংদী, সিলেট, খুলনা, পিরোজপুরের নতুন কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত হয়।
(ঢাকাটাইমস/১৭অক্টোবর/জেবি)