logo ২৬ এপ্রিল ২০২৫
ধর্ষিত ছাত্রীর জজ হওয়ার স্বপ্ন পূরণে ডিসি

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ অক্টোবর, ২০১৫ ১৯:৪০:২৬
image


মানিকগঞ্জ: ধর্ষণ ও শারীরিক নিযার্তনের শিকার রাজধানীর নর্দান বিশ^বিদ্যালয়ে আইন বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।

বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিক্ষার্থীকে দেখতে গিয়ে তিনি পরিবারের কাছে ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা সহায়তা দেন। ওই শিক্ষার্থীর জজ হওয়ার স্বপ্ন পূরণে ও সর্বাত্মক আইনি সহায়তারও আশ^াস দেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস।

এ সময় তিনি চিকিৎসক ও মামলার বিষয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ওই শিক্ষার্থীর বিষয়েও কথা বলেন।

ওই শিক্ষার্থীর বাবা জানান, জেলা প্রশাসককে পাশে পেয়ে তারা ধর্ষণ ও শারীরিক নির্যাতনের মামলার সুবিচার পাওয়ার নিশ্চিয়তা পেয়েছেন। মেয়ের ভবিষ্যৎ স্বপ্ন পূরণেও সকল বাধা কেটে যাবে বলে অশ্রুসিক্ত কণ্ঠে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, নর্দান বিশ^বিদ্যালয়ে পড়–য়া মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকার ওই শিক্ষার্থীকে পাশর্^বর্তী ঘোনা এলাকার জাকারিয়া মহীউদ্দিনের ছেলে আসিকুর রহমান সবুজ (৩৩) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও কু-প্রস্তব দিয়ে আসছিল।

এতে রাজি না হওয়ায় গত শনিবার বেলা ১১টার দিকে বিশ^বিদ্যালয়ের ছাত্রীনিবাসের সামনে থেকে তাকে প্রাইভেটকারে জোর করে তুলে নিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন সবুজ।

এ সময় মোবাইল ফোনে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের ভিডিও ক্লিপও ধারণ করে প্রাইভেটকার চালক। পরে খবর পেয়ে ওই শিক্ষার্থীকে তার বাবা আহত অবস্থায় নিয়ে এসে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় মামলা করা হলে পুলিশ সোমবার দুপুরে সবুজকে গ্রেপ্তার ও তার ফোন সেট থেকে ভিডিও ক্লিপগুলো উদ্ধার করে। এরপর পুলিশ আদালতে আবেদন করে সবুজকে তিনদিনের রিমান্ডে নিয়েছে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/প্রতিনিধি/ইএস)