ঢাকা: তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির কারণে দিন দিন অনলাইনের জনপ্রিয়তা বাড়ছে। আগামী দিন হবে অনলাইনের। এমনটাই মনে করেন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
তিনি বলেন, “সামনের দিনগুলোতে ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু অনেকটা অনলাইনের দখলে চলে যাবে। এমনকি সংবাদ মাধ্যমের মধ্যেও অনলাইন নিউজ পোর্টাল জনপ্রিয়তা পাবে। কারণ এরমাধ্যমে যেকোনো সময় যেকোনো মুহূর্তে সবশেষ খবর জানা যায়। একদিন পরে পত্রিকার সংবাদের জন্য অপেক্ষা করতে হয় না।”
শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে লাস্টনিউজবিডি ডটকম নামের একটি অনলাইন নিউজ পোর্টালের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
এফবিসিসি সভাপতি বলেন, “দেশ এগিয়ে যাচ্ছে। যে যত কথা বলুক বাংলাদেশের ব্যবসায়ীরা হলো বীর। আমাদের এখন কেউ তলাবিহীন ঝুড়ির দেশ বলতে পারে না। অন্যান্য দেশ যখন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে সেখানে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বলা হয়ে থাকে যাদুকর অবস্থার মধ্য দিয়ে দেশ এগিয়ে চলছে। তবে এক্ষেত্রে গণমাধ্যমের যথেষ্ট ভূমিকা আছে।”
সাংবাদিকরা এখন অনেক ঝুঁকির মধ্যে সাহসের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছে এমন মন্তব্য করে তিনি এজন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান।
বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আজিজুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হারুন অর রশিদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, ছড়াকার আবু সালেহ, লাস্টনিউজ বিডি ডটকমের চেয়ারম্যান মোহাম্মদ সাহাবুদ্দিন, লাস্টনিউজের সম্পাদক সম্পাদক আলিমুজ্জামান হারুন প্রমুখ।
(ঢাকাটাইমস/৩১অক্টোবর/বিইউ/জেবি)