ডিআরইউতে আওলাদ হোসেনকে স্মরণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ অক্টোবর, ২০১৫ ১৬:২১:৪৬
ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে খ্যাতনামা বিনোদন সাংবাদিক প্রয়াত মোহাম্মদ আওলাদ হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে আজ শুক্রবার সকাল ১০টায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য প্রয়াত মোহাম্মদ আওলাদ হোসেনের পরিবারের কাছে সংগঠনের পক্ষ থেকে সদস্যদের গ্রুপ বিমার দুই লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন, ডিইউজের সাবেক সভাপতি ওমর ফারুক, বর্তমান সভাপতি আলতাফ মাহমুদ প্রমুখ, ডিআরইউ সহসভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/২৩অক্টোবর/জেবি)