logo ২৫ এপ্রিল ২০২৫
সাংবদিকদের সহযোগিতার আশ্বাস মন্ত্রিপরিষদ সচিবের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ নভেম্বর, ২০১৫ ১৮:৫৯:১২
image

ঢাকা: তথ্য আদান-প্রদানে সাংবদিকদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন নতুন  মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল ইসলাম।


সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপের মানুষ নই। মিডিয়া হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। আমরা সরকারি কর্মকর্তারা আপনাদের সঙ্গে মিলিতভাবে কাজ করি। আগামীতেও আমার পক্ষ থেকে এ ধারা অব্যাহত থাকবে।


মঙ্গলবার সচিবালয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)- এর কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা। এ সময় সচিব এসব কথা বলেন।


সংগঠনের পক্ষে সভাপতি শ্যামল সরকার নতুন মন্ত্রিপরিষদ সচিবকে ধন্যবাদ জানান। এ সময় সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সহসভাপতি তালুকদার হারুন, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মহসিনুল করিম লেবু, অর্থ সম্পাদক দীন ইসলাম, সদস্য হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভাপতি শ্যামল সরকার নতুন মন্ত্রিপরিষদ সচিবকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কিছু সুপারিশ ও দাবি তুলে ধরেন। মন্ত্রিপরিষদ সচিব এসব বিষয় বিবেচনায় নেয়ার আশ্বাস দেন।


(ঢাকাটাইমস/৩নভেম্বর/এইচআর/জেবি)