ঢাকা: আগামী ৩০ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির ভোগগ্রহণ অনুষ্ঠিত হবে।আজ রবিবার ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার তফসিল ঘোষণা করেন। একই সময়ে খসড়া ভোটার তালিকাও প্রকাশ করা হয়।
তফসিল অনুযায়ী ২৯ নভেম্বর বার্ষিক সাধারণ সভা এবং পরের দিন ৩০ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এক হাজার ২৭০ জনের একটি খসড়া ভোটার তালিকাও প্রকাশ করেছে।
তফসিল ও ভোটার তালিকা প্রকাশ করার জন্য নির্বাচন কমিশনের সদস্য সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, মনজুরুল আহসান বুলবুল ও আবু তাহের উপস্থিত ছিলেন।
তবে ব্যক্তিগত সমস্যার কারণে আরেক সদস্য এম এ আজিজ অনুপস্থিত ছিলেন। ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/ ০১ নভেম্বর /এআর/ ঘ.)