logo ২৫ এপ্রিল ২০২৫
প্রেসক্লাব ময়মনসিংহের সভাপতি আফছর, সম্পাদক শামসুল

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
০২ নভেম্বর, ২০১৫ ২০:০৫:৩৩
image


ময়মনসিংহ: প্রেস ক্লাবের ময়মনসিংহের নতুন কমিটি গঠিত হয়েছে। দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক আফছর উদ্দিনকে সভাপতি ও দৈনিক ইনকিলাবের বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক প্রধান মো: শামসুল আলম খানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকালে শহরের ৬, অমৃতবাবু রোডস্থ প্রেসক্লাব ময়মনসিংহ কার্যালয়ে ত্রি-বার্ষিক সাধারণ সভায় এ নতুন কমিটি গঠিত হয়।

এ কমিটির অন্যান্যরা হলেন-বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি এফ.এম.এ.সালাম জ্যেষ্ঠ সহ-সভাপতি, দৈনিক আজকের খবর সম্পাদক মকবুল হোসেন বকুল সহ-সভাপতি, বাংলানিউজ টোয়েন্টিফোর.কমের স্টাফ করেসপন্ডেন্ট এম.আব্দুল্লাহ আল মামুন খান জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সৈয়দ নোমান প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাইটিভি’র জেলা প্রতিনিধি এস.এম.হুমায়ুন কবির সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক, দৈনিক প্রভাতের ব্যুরো চীফ নাজমুল হুদা মানিক প্রশিক্ষণ সম্পাদক।

এ কমিটির কার্যকরী সদস্যরা হলেন- দৈনিক মাটি ও মানুষের ভারপ্রাপ্ত সম্পাদক আশিক চৌধুরী, দৈনিক সবুজের প্রধান প্রতিবেদক মঈনুদ্দিন রায়হান, ঢাকাটাইমস টোয়েন্টিফোরডটকমের ময়মনসিংহ প্রতিনিধি মো: গোলাম কিবরিয়া, দৈনিক জনতার কন্ঠস্বরের ভারপ্রাপ্ত সম্পাদক শহীদুল্লাহ খান, নতুন সময়ডটকমের প্রতিনিধি আনিসুর রহমান ফারুক, দৈনিক রূপবাণীর ময়মনসিংহ প্রতিনিধি প্রদীপ বিশ্বাস, দৈনিক আজকের ময়মনসিংহের ফটো সাংবাদিক এমডি কামাল, শীর্ষ নিউজ ও সাপ্তাহিক শীর্ষ কাগজের ময়মনসিংহ প্রতিনিধি ওবায়দুল হক, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক কালের আলো’র ফটো সাংবাদিক রাইসুল ইসলাম অনিক, দৈনিক ভোরের পাতার ব্যুরো প্রধান আব্দুল মান্নান ও যমুনা নিউজটোয়েন্টিফোরডটকমের জেলা প্রতিনিধি মেরাজ উদ্দিন বাপ্পি।    

প্রসঙ্গত, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি পেশাদার সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাব ময়মনসিংহের যাত্রা শুরু হয়। শুরু থেকেই এ প্রেসক্লাবের নেতৃত্ব দিয়ে আসছেন আফছর উদ্দিন ও মো: শামসুল আলম খান।

(ঢাকাটাইমস/ ০২ অক্টোবর /প্রতিনিধি/এআর/ ঘ.)