সাংবাদিক জুলফিকার মানিকের মা আর নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ নভেম্বর, ২০১৫ ০০:৫৮:৩৮
ঢাকা: নিউইয়র্ক টাইমসের বাংলাদেশ প্রতিনিধি জুলফিকার আলী মানিকের মা ও প্রয়াত মুক্তিযোদ্ধা এ,এম আতাউল হকের সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা আর নেই।
( ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর।
সোমবার রাত ১১টার দিকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ফজিলাতুন্নেছা।
মানিক জানান, মঙ্গলবার ফজরের নামাজের পর লেক ভিউ লেক সার্কাস জামে মসজিদে প্রথম দফা এবং বাদ জোহর দ্বিতীয় দফা জানাজা শেষে তার মাকে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।
ঢাকাটাইমস /১০ নভেম্বর/বিইউ)