logo ২৫ এপ্রিল ২০২৫
ডিইউজের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৮ নভেম্বর, ২০১৫ ১০:১১:৫৯
image

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতির পদ থেকে আলতাফ মাহমুদ পদত্যাগ করায় শূন্য পদে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৭ এর ৮ ধারা মোতাবেক সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী পরবর্তী বার্ষিক সাধারণ নির্বাচন পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।


আসন্ন বিএফইউজে’র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ দেখিয়ে আলতাফ মাহমুদ গতকাল শনিবার সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।


ডিইউজে’র সভাপতি আলতাফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় উপস্থিত ছিলেন ডিইউজে’র সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সহসভাপতি আতিকুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহানা শিউলী, প্রচার সম্পাদক রফিক আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সলিম উল্লাহ সেলিম, জনকল্যাণ সম্পাদক মেহেদী হাসান, কার্যনির্বাহী পরিষদ সদস্য অমিয় ঘটক পুলক, আকতার হোসেন, অনুপ খাস্তগীর, পলি খান, ইব্রাহিম খলিল খোকন, সেবিকা রানী, শাহনেওয়াজ দুলাল, দৈনিক করতোয়া ইউনিট চিফ মাহমুদুর রহমান খোকন, আমার কাগজ ইউনিট চিফ কামাল চৌধুরী, দৈনিক ইনসানিয়াত ইউনিট চিফ আবদুল হামিদ, গণজাগরণ ইউনিট চিফ জিল্লুর রহিম আজাদ প্রমুখ।


এছাড়া সভায় দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মীর আফতাব হোসেন ও নিউ নেশনের প্রবীণ সাংবাদিক মোহাম্মদ মতিউর রহমানের মৃত্যুতে এক শোক প্রস্তাব গ্রহণ ও তাদের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


(ঢাকাটাইমস/৮নভেম্বর/জেবি)