লাইভ অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়লেন সাংবাদিক
ঢাকাটাইমস ডেস্ক
১৭ নভেম্বর, ২০১৫ ২৩:৩২:৫৩
ঢাকা: ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার সংবাদ সরাসরি সম্প্রচার করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বিবিসির ব্রেকফাস্ট প্রতিবেদক গ্রাহাম স্যাচেল। শতাধিক লোকের প্রাণহানির ভয়াবহ চিত্র যখন তিনি দেখাচ্ছিলেন তখন কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি এই সাংবাদিক। পেশার চেয়ে নিজের ভেতরের মানবিক বোধটুকু জোরালো হয়ে উঠে।
এক পর্যায়ে তার গলা ধরে আসে এবং তিনি প্রতিবেদন প্রচার বন্ধ করে দেন। পরে তিনি শুক্রবারের গণহত্যা সম্পর্কে কথা বলতে থাকেন ও কান্না শুরু করে দেন।
বিবিসির স্টুডিওতে থাকা তার সহকর্মীরা জানান, হামলার ঘটনা সরাসরি বর্ণনা করা তার জন্য ‘কষ্টদায়ক’ হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ‘সৎ’ প্রতিবেদক হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/জেবি)