logo ২৫ এপ্রিল ২০২৫
সাংবাদিকদের জন্য পিআইবির দিনব্যাপী ওরিয়েন্টেশন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ নভেম্বর, ২০১৫ ১৮:১৫:৩৮
image

ঢাকা: সাংবাদিকদের জন্য বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে (পিআইবি) পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।   

শনিবার পিআইবির সেমিনার কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)-এর সহযোগিতায় পিআইবি আয়োজিত এ প্রশিক্ষণে জাতীয় সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত ২৫ জন সহসম্পাদক অংশ নেন।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিআইবি মহাপরিচালক মো. শাহ আলমগীর।


ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাছিমা আক্তার সোমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিপিটিইউ’র পরিচালক ও পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ক ন্যাশনাল ট্রেইনার মো. আজিজ তাহের খান ও সিপিটিইউ’র ডেপুটি টিম লিডার খাজা গোলাম আহমেদ।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।


(ঢাকাটাইমস/১৪নভেম্বর/জেবি)