সাংবাদিক তোয়াব খানকে আজীবন সম্মাননা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ নভেম্বর, ২০১৫ ১০:০০:০৬

ঢাকা: প্রবীণ সাংবাদিক তোয়াব খানকে ‘আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা’ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। সাংবাদিকতা পেশার উন্নয়নে অনন্য অবদানের জন্য প্রবীণ এই সাংবাদিককে এ সম্মাননা দেয়া হয় ।
গতকাল রবিবার সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে তোয়াব খান বলেন, দেশে সাংবাদিকতা আগে কোনো পেশা ছিল না। সাংবাদিকতাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে বহু মানুষের অবদান রয়েছে। এঁদের মধ্যে অন্যতম ছিলেন সাংবাদিক এবিএম মূসা।
তোয়াব খান বলেন, আগে কেউ ছিলেন ডান, কেউ ছিলেন বাম। এই ডান-বামকে পাশ কাটিয়ে যাঁরা নিজেদের নির্মোহ করতে পেরেছেন তাঁরাই সাংবাদিকতায় স্থায়ী ও প্রতিষ্ঠিত হয়েছেন।
তিনি বলেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে সত্যিকারের সাংবাদিক হওয়া যায় না। এ জন্য প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের জ্ঞানও প্রয়োজন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সত্য প্রকাশ করাই সাংবাদিকতা পেশার মূলনীতি। তাই সমাজের সত্য প্রকাশের জন্য সংবাদকর্মীদের নিরলসভাবে কাজ করতে হবে।
(ঢাকাটাইমস/২৩নভেম্বর/জেবি)