logo ২৫ এপ্রিল ২০২৫
ডিআরইউর সাধারণ সভা সম্পন্ন, কাল ভোট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ নভেম্বর, ২০১৫ ১৮:০৭:৪৩
image

ঢাকা: আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা। রবিবার সকাল থেকে ডিআরইউর চত্ত্বরে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


আগামীকাল সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সেগুনবাগিচায় ডিআরইউর নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ চলবে। সেখান থেকে আগামী এক বছরের জন্য নতুন কমিটি নির্বাচিত হবে।


বর্তমান কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে সভায় সংগঠনের গত এক বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বিদায়ী সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন। সংগঠনের অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম গত এক বছরের অর্থ রির্পোর্ট পেশ করলে সাধারণ সদস্যদের কণ্ঠভোটে তা পাস হয়।


এসময় কমিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস মোবারক, দপ্তর সম্পাদক মেহেদী আজাদ মাসুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঈন উদ্দিন খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক কাজী মুহা. আরিফুজ্জামান কাজী সোহাগ, ক্রীড়া সম্পাদক বদরুল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক আজিজুল পারভেজ, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভুইয়া ও কল্যাণ সম্পাদক শাহনাজ শারমীন, কার্য‌নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান, ফারুক খান, ওসমান গনি বাবুল, সানজিদা পারুল, কামাল উদ্দিন সুমন এবং হরলাল রায় সাগর উপস্থিত ছিলেন।


সাধারণ সভা শেষে সদস্যদের মধ্যে বক্তব্য দেন, ডিআরইউর সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল, মিয়া হোসেন, আবু কাওসার এবং দীপক আচার্য প্রমুখ।


বার্ষিক সাধারণ সভা সদস্যদের মধ্য থেকে তিনটি প্রস্তাব করা হয়। তা সকল সদস্যের কন্ঠভোটে পাস হয়।


(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/এইচআর/বিইউ/এমআর)