ডিআরইউর সভাপতি জামাল, সেক্রেটারি রাজু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ নভেম্বর, ২০১৫ ২০:১২:৩৮

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দীন সভাপতি এবং গাজী টেলিভিশনের প্রধান প্রতিবেদক রাজু আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে ইনকিলাবের শেখ মুহাম্মদ জামাল হোসাইন নির্বাচিত হয়েছেন।
সোমবার রাত আটটার দিকে এই নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার। নির্বাচন কমিশনের সদস্য রিয়াজ উদ্দিন আহমেদ, মঞ্জুরুল আহসান বুলবুল, আবু তাহের ও এম এ আজিজ এসময় উপস্থিত ছিলেন।
সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিআরইউ কার্যালয়ে ভোটগ্রহণ করা হয়। এক হাজার ২৭১ জন ভোটারের মধ্যে এক হাজার ১৩ জন ভোট দিয়েছেন।
সভাপতি পদে জামাল উদ্দীন পেয়েছেন ৬৩৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনকিলাবের প্রতিবেদক সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ৩৬৩ ভোট। আর সাধারণ সম্পাদক পদে রাজু আহমেদ পেয়েছেন ৪৭৭ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাসসের মুরসালিন নোমানী পেয়েছেন ৪৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে অন্য প্রার্থী ডেইলি স্টারের মো. ফেরদাউস মুবারক পেয়েছেন ৪৮ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে ৫৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাসসের সাজ্জাদ হোসেন। এই পদে অন্য প্রার্থী তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩৭৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল)। তার প্রতিদ্বন্দ্বী ফারুক খান পেয়েছেন ৪০০ ভোট।
অর্থ সম্পাদক পদে ৪৯৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন কামরুজ্জামান কাজল। অন্য প্রার্থী হাসান আরিফ পেয়েছেন ৪০০ ভোট।
দপ্তর সম্পাদক পদে মেহদী আজাদ মাসুম ৬৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্য প্রার্থী নাজমুল আহসান তৌফিক পেয়েছেন ২৪২ ভোট।
প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে ৫২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন হালিম মোহাম্মদ। অপর প্রতিদ্বন্দ্বী কাজী মুহা. আরিফুজ্জামান ৩৮১ ভোট পেয়েছেন।
ক্রীড়া সম্পাদক পদে মুজিবুর রহমান ৪৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই পদে আমিনুল ইসলাম লিটন পেয়েছেন ৩৮১ ভোট।
কার্যনির্বাহী সদস্যের সাতটি পদে জয়ী হয়েছেন- মিজানুর রহমান (৬০৬), ঝর্ণা মনি (৫৭৭), ওসমান গনি বাবুল (৪৭৯), শেখ মাহমুদ এ রিয়াদ (৪৩৬), শফিকুল ইসলাম শামীম (৩৯৬), আজাদ হোসেন সুমন (৩৮৪), মো. মহসিন হোসেন (৩৬১)।
এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার শরীফুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক পদে একই পত্রিকার সুমী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামাল, সাংস্কৃতিক সম্পাদক পদে নতুন সময় ডটকমের মনিরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক পদে নবচেতনার প্রধান প্রতিবেদক আমিনুল হক ভূঁইয়া ও কল্যাণ সম্পাদক পদে নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার জিলানী মিল্টন।
(ঢাকাটাইমস/৩০নভেম্বর/টিএ/জেবি)