logo ২৪ এপ্রিল ২০২৫
আশুলিয়া প্রেস ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
০৭ ডিসেম্বর, ২০১৫ ২১:৫১:৩৯
image


সাভার প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সাভারের আশুলিয়া প্রেস ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার আশুলিয়ার বাইপাইলস্থ প্রেস ক্লাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার ও আশুলিয়া থানার ওসি কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে এসময় সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির প্রেস ক্লাবের দীর্ঘায়ু কামনা করেন।

এসময় পুলিশ সুপার প্রেস ক্লাবকে মূল্যবান বেশ কিছু বই উপহার দেন। একই সাথে একুশে টেলিভিশনের সাংবাদিক নাজমুল হুদা একটি কম্পিউটার উপহার দেন। স্থানীয় ব্যবসায়ী ফিরোজ কবির আকাশ প্রেস ক্লাবের জন্য ৩৩ফুট দীর্ঘ একটি স্থায়ী সাইনবোর্ড দেন।

এসময় প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইন জয় ও সাধারণ সম্পাদক শেফালী মিতু এক স্মৃতিচারণমূলক বক্তব্যে বলেন, আশুলিয়া প্রেস ক্লাব আমাদের প্রাণের সংগঠন।

২০০৫সালের ৭ডিসেম্বর জন্ম নেওয়া এই সংগঠনটি হাটি হাটি, পা পা করে দীর্ঘ ১০ বছর অতিক্রম করে ১১বছরে পদার্পণ করেছে।

আগামীতে আশুলিয়ার এই নিঃস্বার্থ প্রতিষ্ঠানটি সমাজ ও মানুষের জন্য কাজ করে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

এদিকে প্রেস ক্লাবের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রেস ক্লাব প্রাঙ্গনে সপ্তাহ ব্যাপী ব্যাডমিন্টন ও ক্যারাম টুর্নামেন্টসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/প্রতিনিধি/ইএস)