logo ২৪ এপ্রিল ২০২৫
সাংবাদিক হাসমত আরার ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ডিসেম্বর, ২০১৫ ১৬:৪৩:৪১
image

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, অধুনালুপ্ত দৈনিক দেশ’র সাবেক সাব-এডিটর হাসমত আরা আজ মঙ্গলবার ভোর ৪টায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর লক্ষ্মীবাজারে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।


হাসমত আরা ১৯৪৫ সালের ১ ফেব্রুয়ারি ঢাকায় এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম. এ পাস করে ১৯৭৯ সালে দৈনিক দেশে সাংবাদিকতা পেশায় যোগ দেন। সর্বশেষ তিনি ‘ক্রীড়া জগত’ পত্রিকার সিনিয়র সহকারী সম্পাদক পদ থেকে অবসর গ্রহণ করেন।


আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে স্বামী মরহুম হেলাল উদ্দিনের পাশে তাকে দাফন করা হয়।


জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী এক শোকবার্তায় হাসমত আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।


(ঢাকাটাইমস/১৫ডিসেম্বর/জেবি)