অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের সময় বাড়ছে
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৩ ডিসেম্বর, ২০১৫ ২০:১৫:০২
ঢাকা: অনলাইন গণমাধ্যমের নিবন্ধনের সময় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ রবিবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদের পরামর্শে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তর।
এর আগে ১৫ ডিসেম্বরের মধ্যে অনলাইন গণমাধ্যম নিবন্ধনের জন্য প্রধান তথ্য কর্মকর্তা বরাবর আবেদনের কথা বলা হয়েছিল। এখন তা ২০১৬ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইসতাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘অনলাইন গণমাধ্যম নিবন্ধনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঠিক কত দিন বাড়ানো হবে তা খুব তাড়াতাড়িই আপনাদের জানাব।
(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এইচআর/এআর/ ঘ.)