ঢাকা: প্রথম বাংলাদেশি স্যাটেলাইট টেলিভিশন হিসেবে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা বিআইডির (Business Initiative Directions) ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড-২০১৫ (IQC) পেয়েছে এসএ টেলিভিশন।
অনুষ্ঠান নির্মাণে আন্তর্জাতিক মান, সংবাদে বস্তুনিষ্ঠতার ও গুণগত মান, সঠিক নেতৃত্ব ও সর্বশেষ আধুনিক প্রযুক্তির ওপর ভিত্তি করে ১১৬টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা এবং বিশেষজ্ঞ প্রতিনিধিদের পর্যবেক্ষণ পরবর্তী ভোটে, বিভিন্ন ক্যাটাগরিতে ৪৯টি দেশের ৭০টি প্রতিষ্ঠানকে এ বছরের (২০১৫) ২২ নভেম্বর এই সম্মাননা তুলে দেয় আন্তÍর্জাতিক মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বিআইডি।
চলতি ২০১৫ এর জানুয়ারি মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত প্যারিস, মাদ্রিদ, জেনেভে, ফ্রাঙ্কফুর্ট, নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন শহরে বিআইডি’র আয়োজনে এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলে। ১০০টি ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে গোল্ডেন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয় বাংলাদেশের তৃতীয় প্রজন্মের সর্বশেষ স্যাটেলাইট টেলিভিশন এসএ টিভি। স্পেনের জনপ্রিয় টিভি উপস্থাপক অ্যান ব্যান্দা’র সঞ্চালনায় এক জমকালো অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন বিআইডির সভাপতি জোসে ই প্রিয়েতো। (Jose E. Prieto)। বিআইডি’র সভাপতি জানিয়েছেন, বিশেষজ্ঞদের ভোট, বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং জাতীয় পর্যায়ের দিক নির্দেশনা বিবেচনায় বেশ কড়া হিসাব নিকাশেই বিআইডির অ্যাওয়ার্ড পেয়েছে এসএ টিভি।
সেন্ট্রাল লন্ডনে পুরস্কার নিতে এসে এসএ টিভির ইউরোপ অফিসের প্রধান এবং পরিচালক শিরিন আকতার বাপ্পী এসএটিভিকে আগামীর পথে এগিয়ে নেয়ার দীপ্ত প্রত্যয় ব্যক্ত করেছেন।
এসএটিভির সাফল্যের এই স্বীকৃতি, আনুষ্ঠানিক পথচলার শুরু থেকেই। যেখানে সর্বশেষ সংযোজন বিশ্ব মানবাধিকার পদক-২০১৫। গতকাল ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে এই পদক পায় এসএটিভি’র জনপ্রিয় অনুসন্ধানমূলক অনুষ্ঠান “খোঁজ”। টিম-“খোঁজ” এর এটি তৃতীয় স্বীকৃতি। এর আগে ২০১৩ সালে টিম “খোঁজ” পায় প্রথম আলো মাদকবিরোধী পদক। দুর্নীতির স্বরূপ উন্মোচনে “খোঁজ” আপসহীন থেকেছে সব সময়, বজায় রেখেছে সাংবাদিকতার নৈতিকতা ও আর সম্পাদকীয় নীতি। এজন্য ২০১৪ সালে “খোঁজ”র সাফল্যের স্বীকৃতি স্বরূপ অর্জন করে টিআইবি দুর্নীতিবিরোধী পদক-২০১৪।
চলতি বছরই প্রথমবারের মতো চালু হওয়া পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার এসএটিভি’র সিনিয়র রির্পোটার প্লাবন রহমান। বছরের মাঝামাঝি রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক পুরস্কার পান আহাদ হোসেন টুটুল। কর্মঠ এই প্রতিবেদক গত বছর পান প্রথম আলো মাদকবিরোধী বর্ষসেরা সাংবাদিকতা পুরস্কার। এছাড়া ২০১৩ সালে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড সাংবাদিক ক্যাটাগরিতে প্রথম হন আহাদ হোসেন টুটুল। একই বছর ক্রিয়েটিভ ওয়ার্ক ক্যাটাগরিতে অধিকারের গল্প প্রামাণ্য চিত্রের জন্য পুরস্কার পায় এসএটিভি’র অনুষ্ঠান বিভাগ। এসএটিভি’র প্রচারিত অক্ষয় কোম্পানির জুতা নাটক সেরা নির্মাতা ও সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে চারুনিগম কাহিনী চিত্র পুরস্কার। এছাড়া সারফেস নাটকটি সেরা নির্মাতা ও সেরা অভিত্রেনী ক্যাটাগরিতে বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ মেরিল প্রথম আলো পুরস্কার জিতেছে। এসএটিভি’র বিনোদন প্রতিবেদক মৌসুমী ভট্টাচার্য সেরা নারী প্রতিবেদক হিসেবে সাকো টেলিফিল্ম অ্যাওয়ার্ড-২০১৫ জিতেছে।
এসএ টিভি ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড-২০১৫ লাভ করায় এক প্রীতি সম্মিলনে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ, সিইও সৈয়দ সালাহউদ্দিন জাকি।
এ ছাড়া আরও ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার এবং পরিচালক সামছুল আলম পান্থ। অনুষ্ঠানটির সঞ্চালনার ভূমিকায় ছিলেন জিনাত জেরিন আলতাফ
অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, এসএ টিভি ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড শুধু এসএ টিভি’র অর্জন নয়, এটা বাংলাদেশের জন্য গৌরবময় একটি অর্জন।
এসএ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক, মানের প্রশ্নে আপসহীনোতার কথা তুলে ধরে আগামী দিনগুলোতে আরও ভালো করার প্রত্যয় জানান। -বিজ্ঞপ্তি
(ঢাকাটাইমস/১১ডিসেম্বর/জেবি)